- Who is the person?
- How old is he/she?
- How does he/she look?
- What sort of a person is he/she?
- Why do you like him/her?
- What are the things you like about him/her most?
Ans:
The person I like most is a teacher by profession. He is an ideal and iconic figure to me. His name is Reza Khan. He teaches at a renowned educational institution of our city. He teaches at a reputed school of Chattogram city. He is about 50 years old. Though he is old enough, he looks very young. He is fair looking, tall and handsome. He is very smart in his activities and at first sight he attracts everybody. He is fair looking, tall and handsome. He is very smart in his activities and at first sight he attracts everybody. He is a man of personality. He is honest and religious. Through his personality he can attract the people and his students. He is also a hard-worker. I like him because he is a good teacher. His teaching method is very find and effective. He makes his subject easy for the students. If anyone fails to understand anything, he tries to make them understand again and again. He never feels bored. He always encourages us about your studies. If anyone falls into any other trouble, he also tries to help him. In fact, he is like a friend to us. Another thing that I like about him mot is that his behaviour is good and he always tries to keep good terms with others. He is also meritorious and industrious.
অনুবাদঃ যে লোকটিকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি তিনি পেশায় একজন শিক্ষক। তিনি আমার কাছে একজন আদর্শ এবং অনুসরণীয় ব্যক্তি। তার নাম রেজা খান। তিনি আমাদের শহরের একটি খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। তিনি চট্টগ্রাম শহরের একটি স্বনামধন্য প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা দেন। তার বয়স প্রায় ৫০ বছর। যদিও তিনি বেশ বৃদ্ধ তবুও তিনি যুবকদের মত। তিনি দেখতে সুন্দর, লম্বা এবং সুদর্শন। তিনি তার কাজ-কর্মে খুবই দক্ষ এবং প্রথম দেখাতেই তিনি প্রত্যেকের নজর কাড়েন। তিনি একজন ব্যক্তিত্ববান মানুষ। তিনি হলেন সৎ এবং ধার্মিক। তিনি তার ব্যক্তিত্বের মধ্য দিয়ে লোকজন এবং ছাত্র-ছাত্রীদের নজর কাড়েন। তিনি একজন কঠোর পরিশ্রমী। আমি তাকে পছন্দ করি কারণ তিনি একজন ভালো শিক্ষক। তার শিক্ষাদান পদ্ধতি খুব ভালো এবং কার্যকরী। তিনি তার বিষয় ছাত্র-ছাত্রীদের জন্য সহজ করে তোলেন। যদি কেউ কিছু বুঝতে না পারে তাহলে তিনি বুঝানোর জন্য বার বার চেষ্টা করেন। তিনি কখনেও বিরক্তি বোধ করেন না। তিনি আমাদের পড়াশুনার ব্যাপারে সর্বদা উৎসাহিত করেন। যদি কেউ কোনো সমস্যায় পড়ে, তিনি তাকে সাহায্য করার চেষ্টাও করেন। প্রকৃতপক্ষে, তিনি আমাদের নিকট বন্ধুর মত। অন্য একটি বিষয় যেটি আমি তার সম্পর্কে বেশি পছন্দ করি সেটি হলো তার ব্যবহার ভালো এবং তিনি সর্বদা অন্যদের সাথে ভালো সম্পর্ক রাখতে সচেষ্ট হন। তিনি হলেন মেধাবী এবং পরিশ্রমীও।