Thursday, June 16, 2022

Pragraph: My Parents

  • What are the names of your parents?
  • What do they do
  • How do they take care of you? 
  • How dearly do you love and respect them?
  • What is your duty towards them?

Ans:
The persons I like and love most are my parents. I have every reason to feel proud of them. The names of my parents are Mr. Karim Ahmed and Mrs. Amina Begum respectively. Both of them are well-educated. My father is an MA. My mother is a BA. My father is the Headmaster of a high school and my mother is an ideal housewife. Both of my parents are satisfied with their works. My father has been working as a head teacher for twenty years. He never neglects his duty nor my mother every expresses dissatisfaction in doing household works. She looks after the family with great care. She does her best for the welfare of our family. She loves to do the household works with her own hand. She always cooks food for our family. Both of my parents love me very much. All their thoughts and activities are to make me a well-educated man. They always advise me to be an honest man. They become very anxious when I fall ill. They remain by my bed all the time during this time. I love them very much. I never displease them with any of my works. I love them because they are the best human beings to me. I always try not to hurt them by my words or behavior. They are my heart and soul. I always thank Allah for being a child of such parents.

অনুবাদঃ যে ব্যক্তিদেরকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি এবং ভালোবাসি তারা হলেন আমার বাবা-মা। তাদেরকে নিয়ে গর্ব করার মত প্রত্যেক কারণ আমার আছে। আমার পিতা মাতার নাম হচ্ছে যথাক্রমে মি. করিম আহমেদ ও মিসেস আমিনা বেগম। তাদের উভয়ই সুশিক্ষিত। আমার পিতা একজন এম.এ। আমার মাতা বি.এ। আমার পিতা একটি হাই স্কুলের প্রধান শিক্ষক এবং আমার মাতা একজন আদর্শ গৃহকর্ত্রী। আমার পিতামাতা উভয়ই তাদের কাজের ব্যাপারে সন্তুষ্ট। আমার পিতা বিশ বছরে ধরে প্রধান শিক্ষক হিসেবে কাজ করছেন। তিনি কখনো তার কাজে অবহেলা করেন না। এমনকি আমার মাতাও কখনো তার গৃহস্থালীর কাজের ব্যাপারে অসন্তুষ্টি প্রকাশ করেন না। তিনি অত্যন্ত যত্নের সাথে তার পরিবারকে দেখাশুনা করেন। তিনি আমাদের পরিবারের কল্যাণের জন্য যথাসাধ্য চেষ্টা করেন। তিনি গৃহস্থালীর কাজ নিজের হাতে করতে পছন্দ করেন। তিনি সর্বদা আমাদের পরিবারের জন্য খাবার রান্না করেন। আমার পিতামাতা উভয়েই আমাকে খুব ভালোবাসেন। তাদের সকল চিন্তা ও কর্মকাণ্ড হচ্ছে আমাকে সুশিক্ষিত মানুষে পরিণত করা। তারা আমাকে একজন সৎ মানুষ হতে সর্বদা উপদেশ দেন। যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন তারা খুব উদ্বিগ্ন হন। এ সময় তারা সর্বক্ষণ আমার বিছানার পাশে থাকেন। আমি তাদেরকে খুব ভালোবাসি। আমি আমার কোনো কাজ দ্বারা কখনো তাদেরকে অসন্তুষ্ট করি না। আমি তাদেরকে ভালবাসি কারণ তারা আমার কাছে শ্রেষ্ঠ মানুষ। আমি সর্বদা আমার কোন কথা বা ব্যবহার দ্বারা তাদেরকে কষ্ট না দেওয়ার চেষ্টা করি। তারা আমার হৃদয় ও আত্মা। আমি এরূপ পিতামাতার একজন সন্তান হয়ে সর্বদা আল্লাহকে ধন্যবাদ জ্ঞাপন করি।

No comments:

Post a Comment

Write an E-mail to your friend inviting him fovirit Bangladesh.

  Write an E-mail to your friend inviting him fovirit Bangladesh. From:  abc@gmail.com To:  xyz@yahoo.com Sent:  Sunday,  March 20, 2016; 6:...