What are the elements of the “Environment”?
How are the elements of Environment being polluted?
What is the effect of pollution?
How are people responsible for Environment Pollution?
What should we do to stop Environment
Pollution?
Ans:
All our surroundings including air,
water, soil, trees and animals make up our environment. When the normal
relations among these elements of nature are disturbed, the ecological balance
is hampered and it is called environment pollution. The smoke from factories
and motor vehicles contains harmful substances like carbon monoxide and
sulfur-Di-oxide. These hamper the cleanliness of the air. Mills and factories
set up by river banks let out chemical wastes in the river water. These
poisonous substances are destroying the plants and creatures of the water
bodies. Pesticides and chemical fertilizers used in agriculture are also
polluting water. When people drink this water or take a bath in the polluted
water, they are attacked with stomach diseases. Environmental pollution may be
controlled by taking different measures. We may increase a forestation. If
trees are planted in large numbers, we can be benefited in different ways. We
may increase a forestation. If trees are planted in large numbers, we can be
benefited in different ways. Trees also increase rainfall and prevent air
pollution. Laws should be enacted and implemented to prevent factories from
dumping waste. Moreover, every conscious individual and institution should
come forward to solve this problem for the sake of our existence.
অনুবাদঃ বায়ু, পানি, মাটি, গাছপালা এবং প্রাণীসহ আমাদের সমগ্র প্রতিবেশ নিয়েই আমাদের পরিবেশ। যখন প্রকৃতির এই উপাদানগুলোর মধ্যকার স্বাভাবিক সম্পর্ক বিঘিœত হয় তখন জীবজগতের ভারসাম্য বাধাগ্রস্ত হয় এবং একে পরিবেশ দূষণ বলে। কারখানা ও মোটরযানের ধোঁয়া কার্বন-মনোক্সাইড ও সালফার ডাই-অক্সাইডের মতো ক্ষতিকর পদার্থ বহন করে। এগুলো বাতাসের বিশুদ্ধতা বিনষ্ট করে। নদীর তীরে স্থাপিত কলকারখানা নদীর পানিতে রাসায়নিক বর্জ্য নিঃসরণ করে। এই বিষাক্ত পদার্থগুলো জলাশয়ের উদ্ভিদ ও প্রাণীদের ধ্বংস করছে। কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক ও রাসায়নিক সারও পানি দূষণ করছে। মানুষ যখন এই পানি পান করে বা দূষিত পানিতে গোসল করে, তারা পেটের পীড়ায় আক্রান্ত হয়। বিভিন্ন ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করা যায়। আমরা বনায়ন বৃদ্ধি করতেও পারি। যদি বিশাল সংখ্যাং বৃক্ষরোপণ করা যায় তাহলে আমরা নানাভাবে উপকৃত হতে পারি। গাছ বৃষ্টিপাত বৃদ্ধি করে এবং বায়ু দূষণ রোধ করে। কারখানাগুলোকে বর্জ্য স্তুপীকরণ করা থেকে বিরত রাখার জন্য আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা উচিত। উপরক্ত, প্রত্যেক সচেতন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উচিত আমাদের অস্তিত্ব রক্ষার খাতিরে এই সমস্যা সমাধানে এগিয়ে আসা।
No comments:
Post a Comment