Thursday, March 31, 2022

Paragraph: A Village Doctor

  • Who is a village doctor?
  • Where is his dispensary?
  • How long does he work?
  • How is he to the village people?
  • What service does he render?

Ans:

The person from whom village people take medical treatment is usually known as a village doctor. In other words, a village doctor is he who deals with the health-related issue of the village people. A Village doctor sets up his dispensary at his home or in the village market or at any turn of the village. His dispensary is poorly decorated with a few worn-out chairs, benches, and two or three almirahs of drugs. He is to work almost all the day because almost all the patients of the village come to him. Even sometimes he is to treat patients at mid or deep night because many fall ill at the time. So, he cannot maintain any schedule strictly to treat his patient. To the village people, he is very honourable and trusted. It is the village doctor who is the only help for the village people when they become ill. He treats his patients with sincere care. He also consoles and encourages his patients when they are hopeless and nervous. So, the service he renders is really immense. Sometimes his service charge is not paid duly. Yet, he does not lack any sincerity for his patients.

অনুবাদঃ যার কাছ থেকে গ্রামের মানুষজন ডাক্তারী চিকিৎসা গ্রহণ করে সাধারণত সেই গ্রাম্য ডাক্তার হিসেবে পরিচিত। অন্য কথায়, একজন গ্রাম্য ডাক্তার সে যে গ্রামের লোকজনের স্বাস্থ্য-সম্পর্কিত বিষয়গুলো সামলায়। একজন গ্রাম্য ডাক্তার তার বাড়িতে বা গ্রাম্য বাজারে বা গ্রামের কোনো মোড়ে চিকিৎসালয় স্থাপন করে। তার চিকিৎসালয়টি স্বল্প সংখ্যক পুরনো চেয়ার, বেঞ্চ এবং ২/৩ টি ঔষুধের আলমারী দ্বারা হীনভাবে সজ্জিত। তাকে প্রায় সারাদিনই কাজ করতে হয় কারণ গ্রামের প্রায় সব রোগীই তার কাছে আসে। এমনকি কখনো কখনো তাকে মধ্যরাতে বা গভীর রাতে রোগীর চিকিৎসা দিতে হয় কারণ অনেকেই ঐ সময় অসুস্থ হয়ে পড়ে। সুতরাং রোগীর চিকিৎসা দেওয়ার জন্য সে কঠোরভাবে কোনো সময়সূচি পালন করতে পারে না। গ্রামের লোকদের কাছে সে খুবই সম্মানিত এবং বিশ্বস্ত। গ্রামের লোকদের কাছে গ্রামের ডাক্তারই একমাত্র সহায় যখন তারা অসুস্থ হয়ে পড়ে। আন্তরিক যতœ দিয়ে সে তার রোগীদেরকে চিকিৎসা দিয়ে থাকে। সে তার রোগীদেরকে সান্ত¦না এবং উৎসাহও দিয়ে থাকে যখন তারা হতাশ এবং ভীত থাকে। সুতরাং যে সেবাটা সে দিয়ে থাকে তা সত্যিই বিশাল। কখনো কখনো তার পাওনাটা যথাযথভাবে দেওয়া হয় না। তবুও, তার রোগীদের জন্য তার আন্তরিকতার একটুও কমতি থাকে না।

No comments:

Post a Comment

Write an E-mail to your friend inviting him fovirit Bangladesh.

  Write an E-mail to your friend inviting him fovirit Bangladesh. From:  abc@gmail.com To:  xyz@yahoo.com Sent:  Sunday,  March 20, 2016; 6:...