Tuesday, March 15, 2022

Paragraph: A Street/Road Accident

  • What do you mean by street accident?
  • What type of accident is a daily incident in Bangladesh? 
  • When and where did the accident occur which your witnessed? 
  • How did the accident occur?
  • What was the condition of the accident spot after accident? 
  •  What is your opinion about such accident?

Ans:

On the 5th of May this year I witnessed a terrible accident. It was bout 4 pm. We were on our way home from school. We were trying to cross Chattogram GEC Cross Road. It was very busy and risky then. A young boy was crossing the road. All on a sudden a bus came speedily. No sooner had the boy noticed it than the bus ran over him. We rushed to the spot. But alas! We found the boy simply turned into lump of flesh. I was greatly shocked and could hardly speak anything. I was sitting all the while. The accident had a deep impact on my mind. I feel frightened whenever I remember the accident.

অনুবাদঃ এ বছর মে মাসের ৫ তারিখে আমি একটি ভয়ানক দূর্ঘটনা প্রত্যক্ষ করেছিলাম। তখন ছিল প্রায় বিকেল চারটা। আমরা স্কুল থেকে বাসায় ফেরার পথে ছিলাম। আমরা চট্টগ্রামের জিইসি ক্রস রাস্তাটি অতিক্রম করার চেষ্টা করছিলাম। এটি তখন খুব ব্যস্ত ও ঝুঁকিপূর্ণ ছিল। একটি তরুণ বালক রাস্তাটি পার হচিছল। হঠাৎ একটি বাস দ্রæত চলে আসল। বালকটি বাসটাকে লক্ষ্য করতে না করতেই বাসটি তাকে চাপা দিল। আমরা দ্রæত ঘটনাস্থলে ছুটে গেলাম। কিন্তু হায়! আমরা বালকটিকে মাংসের একটি পিন্ডতে পরিণত হতে দেখলাম। আমি খুব মর্মাহত হয়েছিলাম এবং কোনো কিছুই বলতে পারিনি বললেই চলে। আমি সারাক্ষণ বসেছিলাম। দূর্ঘটনাটির কথা আমার মনে গভীর প্রভাব ফেলেছিল। যখন আমি দূর্ঘটনাটির কথা স্মরণ করি তখন আমি শঙ্কিত হই।

No comments:

Post a Comment

Write an E-mail to your friend inviting him fovirit Bangladesh.

  Write an E-mail to your friend inviting him fovirit Bangladesh. From:  abc@gmail.com To:  xyz@yahoo.com Sent:  Sunday,  March 20, 2016; 6:...